জীবন পথে কখনো যদি
আঁধার নেমে আসে।
হতাশ হয়ে লাভ কি বলো?
নিজেকে তুমি আবার গড়ো
সদা তুমি নিজেকে বলো
রাত পোহালে ভোর হবে
ফুটবে নতুন আলো।
বৃথাই তুমি হতাশাতে ভোগো।
ঝড়ের পরে প্রকৃতি পানে
চাহিয়া তুমি দেখো।
চলার পথের নোংরা গুলো
হাওয়াতে গেছে ভেসে।
কেনো তুমি আছো হতাশ হয়ে বসে?
আলো আঁধারে জীবন গড়ো
ব্যার্থতাকে ভুলে তুমি
জীবন পথে এগিয়ে চলো।