বিরহ ব্যাথা সুখ দুঃখে লেখা
জীবন নামের খাতা
প্রতিটা পাতা জুড়ে আছে তার
হাজারো রকমের শিক্ষা।
কখনো ব্যর্থতার আঁধারে মিশে
জীবন হয় আমাবস্যা
অধিক সুখে জীবন আলোকিত জোছনা।
এ খাতার সব পাতা,
মায়া নামের কলম দিয়ে লেখা
এ কালি মুছা যায় না।
এক পাতা শেষে আর এক পাতা পড়ার
আকুল আগ্রহের নাম বেঁচে থাকা।
প্রতিটা পাতায় থাকে
নতুন ভাবে নতুন কিছু আভা
ক্লান্ত হয়ে যদি একবার যায় বসা
অন্ধকারে হারাবে সব লেখা।
এখাতার শেষ পাতা মৃত্যু নামে ঢাকা।