আমি এক অসহায় মানবী
আমার অশ্রু ঝরা নয়নে
গড়ে ওঠে এক অদৃশ্য সাগর নদী।
আমি শত সহস্র ব্যার্থতায় ভুগি
ব্যার্থতা আমায় ঘিরে বেঁচে থাকুক
আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখুক যতই
তবু ও আমি ব্যার্থ নই।
ব্যার্থতা-তো তখনি ছোঁয়
যখন ভয়ে পিছিয়ে রই,
বিশ্বাস আর সাহসে আসে জয়
এই কথা ভুলে উদাস হই
নিজেকে একলা করে বন্দী রই।