পৃথিবীতে প্রাপ্তির নেই সমাপ্তি
প্রয়োজন চিনায় প্রিয় জন,
দুঃখ বিলাস হয় না কভু
সুখে মুখরিত করেয় ভুবণ।


চাওয়া পাওয়া মাঝে সম্পর্ক
হয়ে ওঠে সাবলীল,
নিঃশ্বাস আছে বলেই আজ
লড়তে হয় ক্লান্তিহীন।


বন্ধ হবে মনে সকল আঁশ
হারিয়ে গেলে শ্বাস
কাঁটা বিহীন ফোঁটেনা গোলাপ
ছড়ায়না তার সুবাস।


রক্তের সম্পর্ক হয়না আপন
আত্মার সম্পর্কই গড়ে স্বজন
মানুষ মরেনা ক্ষুধার জ্বালায়
আত্নামরে জিহ্বার ভাষায়।


স্বার্থ ছাড়া সন্ধি মেলে না
সুগঠিত হয়না মন
ভালো বাসলেই কাউকে করা
যায়না প্রিয়ে জন।