তোমায় দেখার সাধ জেগেছে
আমার অবুঝ মনে।
দেখা হবে কবে তোমার সাথে
কবে এ শূন্যতা পূর্ণতা পাবে?
তোমায় দেখার ইচ্ছা আমার
যুগ যুগ ধরে।
তবুও কেনো হয় না দেখা
তোমার আমার সনে?
এক বসন্তে যদি হয় দেখা
কৃষ্ণচূড়া বা বকুল গাছেতলে,
দক্ষিণা হাওয়ার এলোমেলো চুলে।
তোমার অপেক্ষায় নয়নে আঁকা
সব স্বপ্ন সেদিন আবেগে উল্লাসে
হয়তো বৃষ্টি হয়ে নামবে,
আঁখি ক্লান্তি সব যাবে পালাবে।
তোমায় দেখার ইচ্ছা আমার
যেদিন পূর্ণতা পাবে।
সেদিন আমার হারিয়ে যাওয়া
ছন্দগুলো আসবে আবার ফিরে।
ঠোঁটের কোণে উঠবে ফুটে হাসি
মিটবে মনের আশাগুলো সবি।