চেনা মানুষের অচেনা বদন
স্বার্থের কাছে কেউ হয় না আপন
স্বার্থ ছাড়া কেউ আসবে না ছুটে
তোমার খবর এ ধারায় নিতে।


সবাই ঘোরে স্বার্থের পিছে
বাসে না ভালো বিনা স্বার্থে এসে
ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করে কলহল
স্বার্থের কাছে আজ সম্পর্ক অচল।


স্বার্থের কাছে আজ মানবতা তুচ্ছ
তাইতো সবাই পদে পদে হচ্ছে হেনস্থা
ভালোবাসার নামে মানুষ বাড়ায় হাত
স্বার্থ ফুরালে চুকায় পাঠ।


কত নাম ধরে মানুষ করে স্বার্থ সিদ্ধি
তাইতো এ সমাজে পেয়েছে প্রতারণা বৃদ্ধি
এ সুন্দর ধরণী এভাবে আজ মানুষ
করেছে স্বার্থের বেড়া জালে বন্দী।