আজকে আমার মনে মাঝে
একটা কঠিন  প্রশ্ন জাগে!
শুধাতে গেলুম মায়ের কাছে
বলতো মা এই ধারার বুকে,
মানুষ বলে কাকে?
প্রশ্ন শুনে  মা বললো  একটু
মুচকি হেসে, এমন ধারা প্রশ্ন
তুমি শুনলে কাহার কাছে?
শুনেছি মা! শুনেছি আমি
মাস্টার মাসায়ের মুখে।
সেই দিনতো তুমিও বললে
ভাইকে আদর্শ মানুষ হতে।
আচ্ছা মা তাহলে কী
আমরা এখন মানুষ না?
মানুষ হতে কী'বা লাগে
আমরা হব মানুষ কবে?
মা বললো মানুষ হতে
সবার আগে মনুষ্যত্ব লাগে,
যা মানুষ গড়ার খুঁটি।
বিবেক বোধ থাকে সচল
যার সকল কাজের আগে,
নিজের কথা ভাবার আগে
যে সবার কথা ভাবে।
এ ধারাতে সবাই তাকে  
মানুষ বলে ডাকে।