আমি  চাইনা এ নগ্ন শহরে
আধুনিকতায় নিজেকে ভাসাতে।
এই জনসংখ্যা কাতারে দাঁড়াতে
নিজেকে আলোড়ন করে দেখাতে,
শুধু চাই মানুষ হতে!
চাই মানবের সারিতে মিশতে।


চাই না বিলাসিতায় নিজেকে সাজাতে
দম্ভের যুদ্ধে অপরের সাথে লড়তে,
কারো অধিকার ছিনিয়ে রাখতে
আমি মানুষ হতে চাই!
যেখানে কোনো প্রতিযোগিতা নাই।


কি হবে এই টাকার পাহাড়?
আকাশ সমান বিশাল  দালান?
যদি না পারি সম্মান নিয়ে-
মানবের হৃদয়ে বাঁচতে।


আমি চাই না নিজেকে প্রদশন করিয়ে
রুপের মায়ার বাঁধতে,
বিবেগ রেখে আবেগ খেলায় মাততে
আমি চাই মানুষ হতে! -
চাই মানুষের কাতারে দাঁড়াতে।


এ ঝলমলে আলোর পৃথিবীতে
জ্ঞানের সাথে মন গেছে অন্ধকারে মিশে,
সবাই আজ আপন খোঁজে
চাই না আপনার সাথে বাঁচতে।


আমি চাই না তাদের দলে মিশতে
আমি মানুষ হতে চাই!
চাই মানবের কাতারে দাঁড়াত
আজীবন মানুষ হয়ে বাঁচতে।