মানুষ হলো আজব ভিষণ
আরো আজব তার মন!
কথায় কথায় করে সে-তো
হরেক রকম ঢং।
মায়ায় পরে নিজের ক্ষতি
নিজেই করে ভাই।
হিংসা মনে বাঁধলে বাসা
হিংস্র হয়ে যায়!
ন্যায় নীতি বোধ ভুলে যায়-
সে অহংকারের বশে।
অধিক টাকা হাতে পেলে-
সে বিলাসিতায় ভাসে।
সহজে পেলে সস্তা ভাবে
সময় গেলে মূল্য বোঝে।
অর্ধেক জীবন আফসোসে কাঁটায়
যা পায়নি আগে, তাহার কথা ভেবে।
নিজের জিনিস ভালো লাগে না
যতই  ভালো হক।
পরের জিনসের গুণো কৃতি-
করে  সারাক্ষণ ।
নিজের ক্ষতি করে সে-তো
রাখতে লোকের মন।
মানুষ হলো আজব ভিষণ
বোঝেনা সে আসলে কি-
চাইছে তাহার মন।