মিছে মায়া আছি ডুবে
এই ধরণীর মাঝে
কত ভুল করছি আমার সবে
বুঝেও অবুঝ হয়ে।


চেহারাতে যদি উঠত কভু
পাপের রেখা ফলে
স্বরূপ সবার দেখা যেতো
এই ধরণীর তলে।


হালাল রুজি তিক্ত হয়ে
কবেই গেছে উঠে
হারাম কে আজ মধু
ভেবে নিয়েছে সবে।


একতা আর নেই সমাজে
নিজের হলেই খুশি
সত্য কথা বলতে গেলে
হতে হয় যে দোষী।


এই পৃথিবীর মোহোয় পরে
করছি কত ভুল
সব কাজেরি বিচার হবে
পাড়ি দিলে জীবন নামের পুল।