যাদের জন্য বেঁচে আছো তুমি
এই ধরণীর মাঝে
তাদের প্রতি অসম্মান হয়না যেনো
তোমার কোনো কাজে।


তোমার স্বপ্ন সাজাতে গিয়ে যে
বির্সাজন দিলো তারে
এই পৃথিবী বদলে গেলেও
মনে রেখো তারে।


সাহায্যের হাত বাড়িয়ে ছিলো যে
তোমার করুণ দিনে
তার নামটি লিখে রেখো
তুমি তোমার দিলে।


যে তোমাকে দিয়েছিলো গালি
করেছিলো হাজারো অপমান
তার প্রতিও উদার থেকো
তুমি চিরকাল।


সুখের দিনেও মনে রেখো
তোমার দুঃখের কথা
অহংকার আর হিংসা দিয়ে কভু
সাজাবে না জীবনের পাতা।


নিজের জিনিসের দম্ভে তুমি
তুচ্ছ করোনা কারো
সবাইকে করলে সম্মান তুমি
সম্মানিত হবে আরো।