সকাল বিহীন নিদ্রা যখন
আঁখি পাতা জুড়ে
হঠাৎ তখন চাঁদেরহাট
সারা উঠান ভরে।
সময় ছিলো কথা বলার
শোনেনি তখন কেউ
আজকে ধ্বনি বন্ধ যে মোর
আক্ষেপের উঠেছে ঢেউ।
সাধ্য ছিলো খাওয়া সেদিন
পায়নি হাতের কাছে,
আজকে যে মোর যাওয়ার পালা
শিওরে  বসেছে খাদ্যমেলা।