একটি ছেলে মায়ের কাছে
বায়না করে রোজ।
মাগো আমায় ঈদের
জামার নেই কেনো গো খোঁজ?
আমার খেলার সব সাথীরা
কিনেছে কবে নতুন জামা।
আমার জন্য বাবা কবে
কিনে আনবে নীল কালারের জমা।
বাবা বাড়ি ফিরে এলে, বলে দিও তাকে
আমার জন্য একটা জামা কিনিতে।
খোকার মুখে এমন কথা শুনে
বউটি তাহার স্বামীর কাছে বলে।
আমার জন্য লাগবে না কিছু
খোকার জন্য এনো, তুমি একটা
নীল কালারের নতুন জামা কিনে।
সারা বাজার ঘুরলো বাবা
কিনতে নতুন জামা
তার পকেটের টাকা দিয়ে তবু
যায় না কেনা নীল কালারের জমা।