অশ্রু জলে ক্লান্ত নয়ন
কি হয়েছে তাতে?
চোখের জলের রং থাকলে
সব বুঝতে লোকে।
দিনের বেলায় কষ্ট লুকায়
থাকি হাসি মুখে
এটা দেখে সবাই ভাবে
আছি অনেক সুখে।
অন্ধকারে সাথে একাকিত্বতা মিশে
পুরানো সব স্মৃতিগুলো
হঠাৎ ভেসে ওঠে
অশ্রু তখন গড়িয়ে পরে
চোখের ভূবণ থেকে ।
চোখের জলের রং নেই
তাই লুকাতে পারে সবে
ক্ষত যত বুকের মধ্যে
জমা করে রেখে।