চরিত্রটা থাকছে না ঠিক
শয়তান টানে এদিক সেদিক
রবের থেকে অনেক দূরে
যাচ্ছি আমরা ক্রমে সরে।
বিবেক বুদ্ধি গেছে মরে
আবেগ দিয়ে ঢেকেছি তারে
নিজেকে আজ মহৎ ভাবি
মানুষ হয়ে ও পশু সাজি।
পরের বেলায় নীতির বাণী
নিজের বেলায় ছলচাতুরী
ধর্মের কথা মুখে বলি
কর্মের সময় সবি ভুলি।
পরের দোষে বিচার প্রতি
নিজের দোষ ঢাকতে গিয়ে
সবাই করে ওকালতি।
ইমানের থেকে  টাকা দামি
সালাত শুধু নামে পড়ি  
পাল্লা দিয়ে সমাজে চলি
ভুল ঠিক সব ভুলেছি।