পিরোজপুরে ছোট গাঁয়ে গুলনাহারের কোলে
জন্ম নিলো একটি শিশু ঘর আলো করে,
নামটি তাঁর দেলাওয়ার সাঈদ রাখলো বাবা-মায়ে
শান্ত শিষ্ট ছিলো সে ছোট বেলা থেকে।
বাবার সাথে যেতো সে বাবার মাদ্রাসায়
সেখান থেকেই হয়েছিলো তার প্রথম শিক্ষা শুরু
পিতা ছিলো ছোট বেলায় তার একমাত্র গুরু
ছারছিনা থেকে পেয়ে ছিলো সে কামিল ডিগ্রি আরো
পাঁচ বছর ধরে টানে ছিলো  সে ধর্ম ভাষা
রাজনীতি আর মনোবিজ্ঞানের ইতি।
স্বপ্ন  ছিলো  তাঁর একটায় এই ধারায় খোদার -বিধানে কুরআনের শাসনে শাসিত একটি ভূমি।
স্বপ্ন পূরণে তাইতো নেমেছিলো দায়িইলল্লাহ হয়ে
পঞ্চাশবছর করলে প্রচার এ জমিনে ইসলামের বাণী
তাহার হাতে দিক্ষা নিয়েছিলো হাজারো নর-নারী
রাজনীতিতেও ধরেছিলে দশটি বছর হাল।
সৌদি সরকার করেছিলো তাঁকে রাজকীয় মেহেমান
সার্কেল অফ নর্থ আমেরিকার দিয়ে ছিলো
তাকে আল্লামা খেতাব,মুসলিম ডে প্যারেডে
পেয়ে ছিলে সে গ্র্যান্ডমার্শাল।
ছাত্রশিবির ছিলো প্রিয় জামায়াতের দল
তোমার লেখা পঁচাত্তরটি গ্রন্থ হয়ে রবে ইতিহাস
দাম্ভিকতা করতে ঘিনা করনি সময়ে অপচয়।
যুদ্ধমামলায় কাটাতে হয়েছিলে আজীবন জেলখানায়
শতব্যাথা বুকে নিয়ে পাড়ি দিলে পরপারে
তোমার মত কুরআনের পাখি দ্বিতীয় আর নাই
কে জানতে পিরোজপুরের এই ছেলেটা এতো বড় হবে?
তাঁর মৃত্যুতে উঠলো কেঁপে জমিন সহ,
জনতার হৃদয়  কেঁদে।
যুগের পরে যুগ তুমি সরণীয় হয়ে রবে।