আহারে জীবন ছাড়িয়া স্বজন
আছি আজ দূরে, প্রবাসী হয়ে।
খুব মনে পরে রাতে শুয়ে ঘরে
কত রাত ধরে বাড়ি ফিরা নিয়ে
জাগিয়া থাকিতে মা, ঘুম ভরা চোখে।
রাগ রাগ মুখে খেতে তুমি দিতে
অসুস্থ হলে উত্তলা হতে।
আছি আজ দূরে তোমাদের ছেড়ে
অভিনয় করে চলেছি নিজেরি সনে
হাসি হাসি মুখে করি কাজ
শত কষ্ট চেপে রেখে বুকে।
তোমাদের সুখে সব মায়া ভুলে
আছি আজ প্রবাসী হয়ে
এতে কষ্ট করে টাকা দেই ঘরে
সকলে মিলে কত মজা করে।
শত বছর পরে যদি যেতে চাই ঘরে
সকলে মিলে কত বাইনা ধরে
সাথে আরও বলে এখনি না
আসিস আরও কিছুদিন পরে।
বুঝে না কেউ মায়ার বাঁধন
টাকার কাছে তুচ্ছ ভূবণ।