প্রকৃতি উদার করে কাছে কত দান
তাই প্রকৃতিকে ভালোবাসি চিরকাল।
প্রকৃতি সব সুর লাগে যে মধুর
প্রকৃতিদেয় আনন্দ প্রচুর।
প্রকৃতিতে নেই কোনো অভিমান
তাই প্রকৃতি সদা সময় চলমান।
গ্রীষ্মে প্রকৃতি ফলে ভরপুর
বর্ষায় প্রকৃতি হয় যে সবুজ।
বসন্তে ফোটে শত শত ফুল
কোকিল গান গেয়ে মাতায় দুপুর।
ঋতু যার ঋতু আসে অবিরাম
প্রকৃতির এ আনন্দ ভুলা যায় না।
প্রকৃতিত প্রেমে হয়েছি উদাসী
তাই শুধু মনে হয় মৃত্যুর পরে
এই বাংলার সুন্দর  প্রকৃতিতে
ফিরে আসি বারবার।