পথের সাথে পথ চলছে
দিক দিগন্তে ছুটে
পথের মধ্যে হচ্ছে দেখা
কত পথিকের সাথে।
কর্মীমানুষ সকাল বিকাল
পথেই শুধু ঘোরে,
দিনের শেষ ক্লান্তি নিয়ে
গন্তব্যে যায় ফিরে।
কারো মুখে চিন্তার ছাপ
কেউ দাঁড়িয়ে দিচ্ছে হাঁক।
যানগুলো সব যাচ্ছে ছুটে
হাওয়ার গতিবেগ!
পথের মধ্যে থামছে গাড়ি
উঠলে জ্বলে লালবাতি।
সবুজবাতিতে যাচ্ছে জোরে
হলুদবাতিত ধীর,
পথের মধ্যে লেগেই আছে
যানযটের ভীড়।
পথযে আগে পথযে পিছে
পথযে ডানে বায়
নতুন মানুষ পথ হারালে
পথের কীবা দায়?
পথ হারালো ভয়না করে
পুলিশের কাছে যাও,
গিয়ে বলো মামা আমার
পথটা বলে দাও।
রাস্তা পাড়ি দেওয়ার আগে
ডানে বামে  তাকাও
জেব্রাক্রসিং এর উপর দিয়ে
রাস্তা পাড়ি দাও।