এ সমাজে এমন কিছু শিশু আছে
নেইকো তাদের ঘর
পথে পথে ঘোরে তারা হয়ে যাযাবর।
পথের মধ্যে ঘুমায় সে যে
পথের কাগজ খোটে।
দুইবেলা ও পাইনা আহার
উদার খানি ভরে।
জীবনের সব শখ তারা
কবেই গেছে মরে।
কেউ বাসেনা ভালো তাদের
পথের শিশু বলে।
অসুখ বিসুখ হলো তার
ধুঁকে ধুঁকে মরে।
ক্ষুধার জালায় হাত পাতলে
সাহেবেরা ধমক দিয়ে বলে
কোথায় থেকে আসিস তোরা?
ভাগতো এখান থেকে।
এ সমাজে মানবতা হায়!
কোথায় গেছে চলে?
একটু যদি ভাবতে তারা
বুঝতো ভালো ভাবে।
পথের শিশু বুকে কত
কষ্ট নিয়ে বাঁচে।