বহু কাল ধরে পরাধীনতার
রশিতে ছিলাম আমরা ঝুলে
দুইশ বছর স্বাধীনতা নিয়েছিলো কেড়ে
রেখে ছিলো শাসন আর নির্যাতনে।
দেওয়ালে যখন ঠেকিলো পিঠ
স্বাধীনতার ডাক দিলো এক বীর
সে ডাকে সাড়া দিলো বহু সৈনিক।
ধরল বাজি,করল পণ
স্বাধীনতা ফিরাতে দিলো মন।
তাই দেখে শত্রু দলে ঝাপিয়ে
পরলো ঘুমন্ত জাতির উপরে
কেড়ে নিলো প্রাণ অগোচরে।
বাংলার মাটি রঞ্জিত হলো
নয় মাস ধরে রক্ত পড়ে পড়ে।
ত্রিশ লক্ষ জীবন গেলো চলে
দুইশো বছর পরে আবার
আমার স্বাধীনতা পেলাম ফিরে
সোনার বাংলা নামে।