লক্ষ বাঙালির রক্তে লেখা,স্বাধীনতা।
সেই এক করুণ ইতিহাস
এদেশ ছিলো পরাধীনতার শিকলে
এদেশ ছিলো পাকসেনাদের কবলে।
সেই দিন বাংলার বুকে, আলোকিত হয়ে
এসে ছিলো এক রাজ কুমার।
তার মনে ছিলো ভালোবাসা
তার কন্ঠে ছিলো বজ্রধ্বণি
মন ভুলানো সুর।
সে আর কেউ নয়
সে বাঙ্গালি মায়ের শ্রেষ্ঠ সন্তান
শেখ মুজিবুর রহমান।
সেই তো আমার স্বাধীনতার শ্রেষ্ঠ অনুপ্রেরণা।
বাঙ্গালি কখনো তাকে ভুলবেনা
তার  প্রেরণার জন্য পেয়েছে বাঙ্গালি
একটি লাল সবুজের পতাকা।