আমি যাকে  ভালোবাসি
সে বাসেনি মোরে
তাইতো আজ ঘর বেঁধেছে
অন্য কারো সনে।


যার জন্য জীবন যুদ্ধে
নেমে ছিলাম আমি
যুদ্ধ মাঝে আমায় রেখে
হলো অন্যের সাথী।


যার কথায় পেতাম আমি
এক পৃথিবী সুখ
তার বিরহে বিষণ্ণ জীবন
কষ্টে ভরা বুক।


তার জন্য নষ্ট করছি
টাকা পয়সা খুব
তবু্ও তার মন পাইনি
এটায় লাগে দুখ।


প্রতিশ্রুতি দিয়ে ছিলো সে
রাখিনি তবু মনে
আজও আমি ঘর বাঁধিনি
অন্য কারো সনে।