একা আসছি এ ধারাতে
একাই যেতে হবে
মাঝপথে হচ্ছে দেখা
কিছু মানুষের সাথে।


মায়ায় পরে গিয়ে
রাখছি তাদের স্মৃতি মনে
ভুলতে গিয়েও হায়না ভুলা
জীবন নদীর পথে।


ভুলার চেষ্টা করবে যত
সবি হবে মিছে
পড়বে তাকে অধিক মনে
অন্যের কথা কামে।


স্মৃতির বোঝা অধিক ভাড়ি
যায় না তবু দেখা
হাসি আছে তাই লুকানো
যায় অপূর্ণতার ভাষা।