আমাদের ঘরটা শান্তির নীড়,
ভালোবাসার অফুরন্ত বিল
বিশ্বাসে করে ঝিলমিল।
অভাবে অভিযোগ করি নাতো কেউ,
রেগেগেলে চুপ থাকা সবর এর লক্ষ্মণ।
এই বাণী মনে মনে সদা মেনে চলি,
রাগ তার কমলে বুঝিয়ে বলি।
পেটেতে ক্ষুধা নিয়ে মুখে রাখি হাসি,
আমার সব সময় মিলে মিশে থাকি।
এভাবে গুছানো আমাদের বাড়ি,
অতীতের কথা কভু নাহি তুলি।
নিজের মধ্যে আছে বুঝাবুঝি
এভাবেই সাজিয়েছি মোর সংসার খানি।