হরেক রকম মানুষ যদি
দেখতে সবে চাও
একটু হাতে সময় নিয়ে
তুমি স্টেশনে যাও।


কত শ্রেণীর মানুষ সেথায়
কত দুঃখ জমা
তাদের কাছে তোমার কষ্ট
একেবারেই হবে কমা।


কারো মুখে হতাশা ভাড়ি
আনন্দে কেউ যাচ্ছে বাড়ি
কারো পেটে ক্ষুধার জালা
কেউবা ঘুমায় বালিশ ছাড়া।


ট্রেনের গাড়ি   থামার পরে
কুলিরা সব আসছে ছুটে
সাহেবদের সব ভারি বোঝা
বয়ছে তারা হাসি মুখে।


কেউবা আবার পেটের দায়ে
হাতের উপর ভর করে
সাহায্য চাচ্ছে দ্বারে দ্বারে
কেউ পালাচ্ছে চুরি করে।