সুখ সুখ করে যাচ্ছি যে ভেবে
সুখ নাই ভাই জগৎ জুড়ে।
সম্পদ টাকা যার আছে ভরি ভরি
দিন শেষে ঘুম নেই সারাটা নিশি।
সুখের কারণে কত করি জোরাজুরি
আসলে পৃথিবীটা মিছে মায়া ভূমি।
কত ঘাত প্রতিঘাত উপেক্ষা করে
জীবন নামের নদী পাড় করে সবে।
সুখের নেশায় পরে করে নীতি ক্ষয়
তবু্ও সুখী কেহ নাহি রই।
সুখ সুখ করে ভাবিবে যত
ততই বাড়িবে তোমার হৃদয়ের ক্ষত।
যা আছে তাই নিয়ে খুশি যদি হও
সুখ তবে ধরা দিবে মনের ভিতর।