তুমি কেন আমারে কাছে টানলা
যদি দূরেই সরাইয়া দিবা
তোমারেতো আমি বিশ্বাস করছিলাম
তুমিতো স্বপ্ন দেখায় ছিলা।
তাই তোমারে লগে থাকবার চাই ছিলাম
তুমি কেমনে পারলা
আমারে ভুইলা অন্য কারো হাত ধরতে
তই আমি কেন পারিনা
তোমারে ভুইলা নতুন ভাবে চলতে।
আমিতো কোনো দিন তোমার
থেইকা কোনো কিছু চাই নাই
শুধু তো এক মন ভালো বাসা
পাইবার চাইছিলাম।
এইডাই কী আমার দোষ ছিলো?
আমিতো তোমারে ভালোবাসছিলাম
তোমারে দেইখা, কোনো দিন জানবার
চাইনাই তোমার কীআছে কী নাই।
তোমারে ভুইলা থাকবার চাই
তই তোমার ভুলবার পারিনা।
আজ কাল দেহের খুনিরা বিচার হয়
কিন্তু আত্নার খুনির, সে সুখেই থাকে
জীবন্ত একটা মানুষরে
মরার মত বানাইয়া।
এতো সব কিছু পরেও ভালালাগে
তুমি ভালো আছো এইডা ভাবেই।
কাউকে ভালা বাসলে তাকে
অভিশাপ দেওন যায় না তারে
কারো কাছে ছোডো করা যায় না।
শুধু এক বুক দুঃখ নিয়া তার
ভালো থাকারি কামনা কইরা যায়।
আমি এইডাই চাই
এক বুক দুঃখ নিয়া আমি না হয় দূরে
থাকলাম তুমি ভালো থাইকো
তারে সঙ্গে লইয়া।