নীল আকাশ আর সবুজ ভূমি
সারা বাংলায় আজ বাংলা ধ্বণি।
ভাষার তরে যারা দিয়েছে
নিজের প্রাণখানি জলাঞ্জলি।
তাদের স্মরণে শহিদ মিনারে
সকলে জানায় পুষ্পাঞ্জলি।
শত চেষ্টায় দামাতে পারিনি
বাঙালির ভাষার দাবি।
তাদের রক্তে রঞ্জিত করেছিলো
পাকসেনারা এই বাংলার ভূমি।
শত লড়াই এর শেষে, বিজয়ের বেশে
ফেরাতে পেরেছিলো ভাষা মায়ের কাছে।
তাদের এ বীরত্বের কথা, রক্তদিয়ে লেখা
স্মৃতি পাতায় থাকবে লেখা চিরকাল।