সুখ কিনতে এসে আমি
দুঃখ নিলাম কিনে,
তারি বোঝা বয়ছি আমি
দিন রজনী ধরে।
পাপের তাপে জ্বলছি আমি
সকাল বিকাল সাঁঝে,
তাকে বলে বুঝাতে পারি না
আমার মনের ব্যাথা।
বলতে গেলেই শুনাই সে-তো
হাজার রকম কথা।
বিশ্বাস আমি করে ছিলাম
দৃষ্টিহীনের মত
ছলনা সে করতে পারলো
মনে ছিলো যত।
মায়া সে বাঁধলো হায়
ছায়ার মতো মিশে,
কষ্ট লাগে তাইতো খুবি
জীবন যায় বিষে।
সব পরিচয় মিথ্যা হবে
ভাবিনি তো কভু,
ভুল করেছি বড্ড আমি
ক্ষমা করো প্রভু।