বন্ধু তোমার হাতটি ধরে
যাবো অতি দূর সুদুরের পারে
ছোট্ট তরী বেয়ে বেয়ে
দূর সাগরের পারে গিয়ে
ভাসবো দুজনায়।।


হাতে তোমার থাকবে বাঁশি
ঠোঁটে রবে মিষ্টি হাসি,
ছোট্ট আমার তরী বেয়ে
সুদুর পানে চেয়ে চেয়ে
মাতবো দুজনায়।।


গাঙচিলেরা খুঁজে  খুঁজে
ছোট্ট নায়ে আসবে ফিরে
বাজবে বাঁশি মিষ্টি সুরে
অলীক মুর্ছনায়।।


দুইপারের ওই বনবিথী
রইবে মোদের চলার সাথী
আকাশ পানে দুচোখ মেলে
আকুল হয়ে রই।।


দিগন্তে ওই ছোট্ট বাড়ি
ছোট্ট তারি নীপের সারি,
বন্ধু তোমার হাতটি ধরে
পৌঁছে যাবো চুপটি করে
নীরব আঙিনায়।।


বন্ধু তুমি হাত ছেড়ো না
বিদায় বেলায়।।