এখন ছুঁয়েছে নোঙর অশান্ত রাগিনী
দারুচিনি দ্বীপের শেষে
এক ঝাঁক পাখিদের মেলা
দুর্বোধ্য আকাশে ওড়ে ইচ্ছে শব্দগুলো।।


তুমি তো ছিলে ভালোই
অন্য সুখে
আমার অসুখ মন
ব্যর্থ ছটফট
খুলে দিই বুকে
পাখার ঝাপট
ওড়ে অবিরত
ব্যথা শতো শতো
বিরহীনি মেঘ ভাসে
আকাশে আহত।।


তুমি এখন অন্য সুখে
অন্য কারো মতো
বাড়িয়ে হাতা টাঙিয়ে ছাতা
চলছো কোথা
কেইবা জানে
ইচ্ছে হলেই নাকচ করো
হাজার কথার মানে।।


দিব্যি আছো বেশতো আছো
দেখার বা আর কী
কেমন করে গেলে ভুলে
সেদিনের সব স্মৃতি!