সমস্ত বিরহ যন্ত্রনার শেষে যখন নীলপদ্ম ফুটে ওঠে
জীবনে আমি তুমি যদি আরও একবার মুখোমুখি হই
শেষবার ...
তবে কী চোখ ঘুরিয়ে নেবে? দেখা হওয়া ...
না আর বুঝি তা সম্ভব নয়
জীবনের বারোমাস কেটেছে আহত সংলাপ আওরিয়ে
এখন আরো কোনঠাসা
তবে আমার মাধবীলতার এখন নতুন ঠিকানা হয়েছে
বেড়ার ঝাপট থেকে মুক্তি পেয়ে এখন কার্নিশে
শেষ কবে আমার আঙুলের স্পর্শ পেয়েছে
না ... মনে করতে পারছি না
সম্পর্ক সূতোয় বেয়ে বেয়ে আজ নতুন ফুল ফুটেছে তার


কিন্তু যে সম্পর্ক সূতো ছিঁড়ে গেছে
জীবনমঞ্চে রঙমাখা কোনচরিত্রের আত্মপ্রকাশ ঘটে অনিচ্ছাকৃত


কিন্তু জীবনটা তো নাটক নয়
তার বহিঃপ্রকাশ অন্তরে যন্ত্রনা দায়ক
সমস্ত বিরহ যন্ত্রণার শেষে
এখনো আমার বুকে তুমি
নিকষ কালো জলছবি এক
প্রতিদিন ফুটে ওঠো একগুচ্ছো গোলাপ সম্ভাষণে।।