ঘুম নেমে আসে চোখে
নিশ্বাস হয়ে ওঠে আরো গভীর
দুঃস্বপ্ন গুলো দাপিয়ে বেড়ায় অবচেতন মনে
বুকের ভেতরে মাতলা নদীর স্রোত
আবছা অন্ধকারে মিলিয়ে যায় দুঃস্বপ্ন
এক পা দু পা করে মন তাঁকে ছুঁতে চায়
প্রতিদিনের অভ্যাস মতো দেহ এলিয়ে দেয়
নিজস্ব সহবাসে
ঠোঁটের প্রসারণ সঙ্কোচনের শব্দে
জেগে ওঠে শরীর
ভেঙ্গে যায় ঘুম
থেমে থেমে আসে মাতলা নদীর অভিমান


পাঁচিল তোলা মনে
একান্তে মাঝরাত কাছে এসে বসে
আবছা অন্ধকারে ট্রেনের ঝাঁকুনি
দুলে দুলে ফিরে চলে
আমার সোনা কৃষ্ণনগর
আর তাঁর অহংকার ।।