বনের ভেতর উদাস মুখ করে বসে আছি
ভাবছি তোমাকে কৃষ্ণনগর
আতঙ্কে বুকের ভেতরটা ধড়াস করে উঠলো
বুকের খাঁচা থেকে চোখ গেলো
পাখিটা ডেকে উঠলো বারদুয়েক
কোন সুতোয় তোমায় বাঁধি কৃষ্ণনগর
কোন গ্রন্থি ।


মনে পড়ে
উপহাস করে বলেছিলে
“তোমায় ভীষণ রকম ভালোবাসি”
সেদিনের সেকথাগুলো ছিলো মিথ্যে
শুধু নাটকের সংলাপ মাত্র
আজও প্রতিটি উপস্থাপনায় হৃদয় তোমাকেই খোঁজে
সম্ভাবনাহীন জীবনের ধার ঘেঁষে হেঁটে চলে
একান্ত বেঁচে থাকা
জাবরকাটা সুখ স্পর্শবিহীন
জেগে ওঠে শিয়ালদা স্টেশনের একনম্বর প্ল্যাটফর্ম
পলকহীন একজোড়া চোখ
নীলাম্বরী শাড়ীতে
স্টার ব্লু স্ট্রাইপ্ড্ শার্টের অপেক্ষায় ....।।