ওগো উতল হাওয়া বারেক ফিরে চাও,
ময়ূরপঙ্খি নয় সে আমার , পদ্মপাতার নাও।


পান্না হীরে শঙ্খচূড়ের লালবাউটা তুলে
ইচ্ছে নদীর ঢেউয়ের দোলায় চলছে দুলে দুলে।


জনা কয়েক শান্ত্রী সেপাই, জনা কয়েক দাঁড়ি
অচিনপুরের মিঠে হাওয়ায় দেবো সাগর পাড়ি।


উতল হাওয়া বন্ধু ওগো ফিরে তুমি চাও,
অচিনপুরের রাজার দেশে একটা খবর দাও।


ছুটিয়ে ঘোড়া রাজপুত্তুর আসবে যখন ধেয়ে,
বলবো আমি হাস্যমুখে নেইকো রাজার মেয়ে !


রাজপুত্তুর রাজকন্যার হাতটি দিয়ে হাতে,
বিদায় নেবো ম্লান মুখেতে একলা বিজনরাতে।


উতল হাওয়ায় বন্ধু আমায় সঙ্গে নিয়ে যাও,
ভোরের বেলা তলিয়ে গেছে  ছোট্ট সোনা নাও।


সাক্ষী আছে ইচ্ছেনদী সাক্ষী আছো তুমি,
চলার পথে বিপুল স্রোতে হারিয়ে গেছি আমি।।