হিসেবে না থাকা সব আরশোলাগুলো,
টিকটিকির মুখোমুখি চোখে দিয়ে ধূলো,
নেই চালচুলো।


খাদ্য খাদকে লড়াই চলছে জীবনভোর,
তাও তফাৎ কিছুটা মাপে গায়ের জোর,
আনাড়ি বাসর।।


আগের ক্ষেত্রে ছিলো দুটো ভিন্ন প্রানী,
আজ কাকের মাংসে কাক বসে জানি,
নয়া হয়রানি।


দাঁড়কাক পাতিকাকই আলোচ্য বিষয়,
দুপক্ষেরই মিলছে ঠিক সমাজে আশ্রয়,
এমনই হয়!


মানবতাও ঠিকমতো কাজে লাগছে না,
তাকে শিখণ্ডী বানিয়েই নানা পরিকল্পনা,
খেলা মিটছে না।


গরমে বরফও গলছে আন্টার্কটিকা জুড়ে,
বাড়ছে সমুদ্র জল নিয়মিত বেশ তোড়ে!
প্রতিদিন ভোরে।


ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়েও একই কথা,
নিয়ম মতো শ্রেণীভাগে শত লাশের গাঁথা,
হায় রে মানবতা।


পম্পেইয়ের শেষ দিনগুলো নয় গল্পকথা।