আটঘন্টা কাজের সময় মেদিবসের প্রাপ্তি,
এখন সেসব ইতিহাস বানিজ্যে তার সুপ্তি।
মেদিবসের লাল নিশান,
কলজে ঘেঁটেই খানখান,
শ্রমিক সব দালাল বনে শিখছে মন্ত্রগুপ্তি।

@@@@@@@@@@@@@@@@@@@

***আজ মেদিবস। বর্তমান পরিস্থিতিতে এর
অবস্থান নিয়েই এ লেখা।

****আগামীকাল এক‌টি অনুকাব্য যাবে।

*** 'তারে বলে দিও' র তৃতীয় পর্ব আবার
৩/৫/২১ এ প্রকাশিত হবে।