একদিন আস্তে আস্তে সব ফুল ঝরে যাবে
পরিশেষে ধূলোতেই সে ফুলও লুটোবে
ক্যাকটাসের আয়ু কিছুটা বেশী, হলেও বা হবে!
লাল গোলাপী মাটিঘেঁষা ফুল কিন্তু নটা বারোটারা...


মেঘের দলিল নিয়ে অজস্র টানাপোড়েনে
দখিনা বাতাস চলে যায় বিনা আলাপনে
পাণ্ডুলিপিগুলো বিমর্ষ হয়ে পরে এককোণে
তকতকে পাঠাগার সাজানো শুধুমাত্র পাঠকছাড়া...


বিকল্পের তৎপরতায় সাক্ষরিত ইহকাল-পরকাল
জাগতিক অনুভূতিতে ডুয়ালসীম মানাটাই চাল
হাই,হ্যালো বা ছবি জীবন্ত অনেক, ছাড়িয়ে নাগাল
পাণ্ডুলিপিতে রোগাক্রান্ত যত অবহেলিত রুগীরা...