প্রতিধ্বনিরা ফেরে
শহরে বা নগরে,
একাকী ওই দেয়ালে
আপন মন-খেয়ালে।


সেই পুরোনো ছাপ
গপ্পোর নেই খাপ,
ওপর থে‌কে ডাঙ্গা,
কেবল সিঁড়ি ভাঙ্গা!


হেমন্তে ঝরাপাতা
কবিতা ছেঁড়া খাতা,
বসন্ত আজ লুকায়
বাঁকা নজরে চায়।


এবারে দাগ ধুলোয়
নষ্ট স্মৃতিগুলোয়,
কেউ থাকে না পাশে
প্রেতযোনী ওই হাসে।