সারা রাতই অবিরাম গর্জনে,
থোকা থোকা বৃষ্টি কখ‌নোবা,
মেদুরের ডাক বা ধারাবর্ষণে-
বিরহীর চলা টাপুরটুপুর পা।


লক খোলা,জায়গা নেই বাসে,
কিছুদূরে পিছিয়েই পড়ে থাকা,
বসার লোক সব গিয়েছে বসে,
কজনায় দাঁড়িয়ে ফাঁকা ফাঁকা!


বাসে উঠেই পাশাপাশি সত্বর ,
দূরত্ব মানা! অতটা সময় কই?
ভয় তো নিয়েছে উমপুন ঝড়,
শুধু অনাহার;নেই দূরত্বে ওই।


পা ভিজিয়ে ঘণ্টাখানেক গেলে,
মুক্তিপথে আবারও অফিস ঘর,
সকাল বলে, 'এবারে সবই ভুলে
করোনাকূলে পড়্ ঝাঁপিয়ে পড়্!