ভাসমান মেঘ ভাসে
পরিচ্ছন্ন মুক্তাকাশে,
কখনও  বৃষ্টি আসে
নয় শুভ্র তুলো হাসে!

রবিকর সবই জানে
এগুলোর  গূঢ় মানে,
ধরা দেয় গুপ্ত  টানে
সেযে গায় বেনুবনে।


শেষে এলে রাতভোর
কেটে যায় মেঘ ঘোর,
আবারও  খুলে দোর
পূর্ণ  হয়  শূন্য  তোর।