অভিমান পুঞ্জীভূত আকাশ,
ভয়াবহ ঝড়ের পূর্বাভাস।


উৎস না খুঁজে; অর্গল তুলে -
শরমে নিজেকে দূরে রেখে  দিলে।


ভাব নি, প্রশান্তিও এককোণে -
ভরে দিতে পারে বৃষ্টির টানে।


দামাল বাতাসে সাগরের ঢেউ,
আছড়ে পড়লো, দেখলো না কেউ।


নিয়ে এলো খণ্ডিত ঝিনুকেরে,
দিলেম রূপ তারে রত্নাহারে।


ঘরে নিরালায় বুক কেঁপে যায়,
শুক্তির মালা খোলা জানালায়।


মুক্তমালা কণ্ঠে মনোলোভা,
লহর এনে দিল বর্ধিতে শোভা।


সে কি বুঝেছিল প্রিয়ারে আমার ...