হাতিয়ার নিতান্ত যদি ব্যার্থ হয় -
বিক্ষোভ, ধর্মঘট বা অনশনেও
কাঁপন জাগে না শত্রু শিবিরে!
অধিকার অর্জন করতেই হয়।


বিপ্লবের বীজ এক রোপিত হয়,
স্ফুলিংগ এসে সাড়া জাগায় মনে,
অতর্কিতে ভয়াবহ সেই আক্রমণে -
দিশেহারা হয়ে পরে শত্রু শিবির!


রনাঙ্গণের দামামা বেজে ওঠে।
দুকূলে দুপক্ষ, পথও পরিস্কার।
সংঘাত এড়ানো যায় না মোটে -
কোন বাঁধনেই বাঁধাও যায় না।


বিপ্লবের অমোঘে সৃষ্ট  তুফান ;
বাইরে কালের দুরন্ত সাইরেন -
সত্যের সফলতা ঘোষণা করে।
স্থিতিশীল জীবন ফিরে আসে।


জোয়ারের বয়ে আনা পলিতে -
নবাগতে স্বীয় সম্মান জানায়।
নতুন ইন্ধন জাগে সৃষ্টি আকাশে,
জোয়ার ভাঁটায় আবার সমাজ।