বলতো কিসের টান!
কেমন করে,
কিম্বা ঠিক কিসের জোরে,
পেয়েছিলাম তোমার সুরে-
এত মান আর এতই বা অভিমান।


তাই নীরবে দুচোখ ভরে,
কখনো পৃথিবী,
নয়তো কখনো ছবি,
দেখতে দেখতে অনায়াসে ভাবি-
আছো তুমি ঠিকই মনের জগৎ জুড়ে।


তাইতো রাখি হাতে হাত,
স্বপ্ন দেখি,
আদুরে আতর মাখি,
মনে হয় যেন অনন্তকাল থাকি-
কাটিয়ে বেড়াই এই আমার দিনরাত।


একবার তো দিই এগিয়ে,
যদি অনুমতি দাও,
যদি ধুলো হতে তুলে নাও,
দেখো! ঠিকই এগিয়ে দেব এ নাও,
আলোকিত পথে সীমাহীন গতি বাড়িয়ে।