মানুষ শ'য়ে
ফানুস হয়ে
উড়ছে নিত্য আকাশে,
মন্ত্র বলে
যন্ত্র‌ জলে
ধূপ কে জ্বালবে বাতাসে?


নিজের খেলা
সাঁঝের বেলা
বন্দী জীবনে খাঁচায়,
সবার কাছে
যাবার আছে
মুহূর্তে ভুলে যায়।


ফুরোলে গেহ
জুড়োলে দেহ
সুদিন যখন আসবে,
জেনো যাতনা
মনো বেদনা
দৈন্য দশায় ভাসবে।


গোপন ঘরে
কোপন স্বরে
থেকো না যেন বন্দী,
ফিরিয়ে দিও
জুড়িয়ে নিও
মানবিকতার সন্ধি।