সেই যেদিন হোমানলের আগুন ছুঁয়েছিলাম,
এক‌টিবার জ্বালিয়ে দাও আমায়- বলেছিলাম,
নিজেই তুমি যে নিবে গেলে স্মৃতিগুলো,কেড়ে নিয়ে।


তবুও আমি সেই পুরোনো উৎস খুঁজে গেলাম,
বৃষ্টি এসে চলে গেল তোমায় কই পেলাম?
কোথায় যেন লুকিয়ে গেলে আবডালে, ছায়া দিয়ে।


নরম পালক বিছানা রইলো রাতের খেলায়,
বিজলী চমকে তোমার দেখাও বনের হেলায়,
দিন চলে গেল, দেনমোহর মিললো না, বিকিয়ে।


ঋতুর ফেরেই বসন্ত হেসে যায় চলে যায়,
আগমনী গান দূর হতে ভেসে নিমেষে হারায়,
সব নীতি জল্পনাতে আলপনা দিই, রাঙিয়ে।