এখানেই যাবতীয় অভাব
না পাওয়া অনুর্বর জবাব,
তবু জীবনধারা প্রবাহিত।


গভীর  রাতের  ছায়াপথে
চেয়ে থাকা ঘুম-ভবিষ্যতে,
সে ঘুম স্বপ্নজাল তাড়িত।


নিরিবিলি জেগে থাকা মুখ
ভেঙ্গেচুরে যা মিলন উন্মুখ,
আলেয়ার আলো নিঃসৃত।


কখনও রাস্তায় গতি বাড়ে
মন ছোটে জানলার ধারে,
হৃদযন্ত্র হয় কম্পন-উন্নিত।