ওহে! দানব, মানব বা দেবতা কূল,
একদিন রাজকন্যের রুপোর কাঠিতে
লাগবেই কুমারের সোনার কাঠির টান,
তক্ষুনি মেকী সভ্যতার থে‌কে পাওয়া
জ্ঞানসমুদ্রের অথৈ গভীর জলে
নাচবে না কেউ আর থৈ থৈ...
চলবেই না বিন্দুমাত্র ভান।


কবির মানসপটে কমে যাবে
অনাবশ্যক হৈচৈ,
দূর থে‌কে দূরে কলঙ্কিত চাঁদের শোভা
পূর্ণিমা থেকেই যা ক্রমশ ক্ষীয়মান,
বেলাশেষের চড়কপূজোয় হয় রৈ রৈ...
অযান্ত্রিক কতগুলো কালো মাথার মতোই
দেখো, পালিয়েও পাবেনা পরিত্রাণ!