চোখে রয়েছে আরব্য রজনী
নতুন গল্পে শুরু হবে নব রাত,
শাহজাদী হোক বেগম কিংবা রানী
চিরআতঙ্কে নজর হবে প্রভাত।


প্রহর শেষে নতুন কোনো কিসসা চাই
ভালোবাসা রঙিন পাথরে ঘেঁষা,
সজীব মনের হদিশ কোথা বা পাই
ফিনকি দিয়ে রক্ত ছোটে হামেশা।


সোহাগী সুরে বলতে গেলে কথা
ভয় হয় পাছে নিয়মভঙ্গে মরি,
একমুঠো চাঁদে দিব্যি সবুজ পাতা;
ভিজিয়ে বলে, 'রঙ্গে মাতো শারি'।


এমনিভাবে প্রতিনিয়ত কাঁচে
নিজের চোখেতে সংবাদ ভাসা ভাসা,
সৃষ্টি সাগরে নতুন কোনো ধাঁচে
আবার গল্প আবারও বাঁচার আশা।